價格:免費
更新日期:2018-06-29
檔案大小:7.3M
目前版本:1.0.1
版本需求:Android 4.1 以上版本
官方網站:http://www.eyedonationbd.com/
Email:ssshuvo@gmail.com
聯絡地址:隱私權政策
An App to promote Eye Donation.
মরণোত্তর চক্ষুদান হলো মৃত্যুর পর কর্নিয়া দান করার জন্য জীবিত অবস্থায় অঙ্গীকার করা, অর্থাৎ আমরা জীবিত অবস্থায় অঙ্গীকার করবো যে, আমাদের মৃত্যুর পর আমরা আমাদের চোখ অন্ধ মানুষদের দান করে যাবো। আমাদের মৃত্যুর পর রেখে যাওয়া এই চোখ জোড়া দুইজন অন্ধ মানুষকে পৃথিবীর আলো দেখাবে, বেঁচে থাকতে শেখাবে। ঠিক একদম সুস্থ মানুষের মত। কর্ণিয়া ট্রান্সপ্ল্যান্টের মাধ্যমে এই ৫ লাখ অন্ধ মানুষকে ম্যাজিকের মত সুস্থ করে দেয়া সম্ভব। মরণোত্তর চক্ষুদানের মাধ্যমে আপনিও অমর হয়ে থাকবেন অন্যের চোখের মাধ্যমে।
দুই বছর বয়সের উর্ধ্বের যেকোনো মানুষ দুইজন অভিভাবকের অনুমতিসাপেক্ষে মরণোত্তর চক্ষুদানে অঙ্গীকারবদ্ধ হতে পারেন।
মা-বাবা-ভাই-বোন-স্বামী-স্ত্রী-সন্তান (১৮ বছরের উপর) এমন যেকোনো দুইজন অভিভাবকের অনুমতি নিয়ে মরণোত্তর চক্ষুদানে রেজিস্ট্রেশন করতে হয়। দুইজন অভিভাবকের অনুমতি নেয়া অবশ্যই জরুরি কারণ মরণোত্তর চক্ষুদাতার মৃত্যুর পর অভিভাবকদের সহযোগিতা ছাড়া চোখ সংগ্রহ সম্ভবপর হয় না। তাই শুরুটা করতে হবে পরিবার থেকে।
মানব দেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন (সংশোধন) আইন ২০১৮ সনের ৫নং আইনের ধারা-৫ মোতাবেক বাংলাদেশে মরণোত্তর চক্ষুদান অনুমোদিত।
চক্ষু গ্রহন এবং বিতরনের অনুমোদন রয়েছে শুধুমাত্র 'সন্ধানী চক্ষুদান সমিতি' এর যা পুরোপুরি অলাভজনক একটি প্রতিষ্ঠান। ‘সন্ধানী চক্ষুদান সমিতি’ এর সাথে EyeDonationBD এর একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে।
"Eye Donation BD" App এর মাধ্যমে মরণোত্তর চক্ষুদানে প্রি-রেজিস্ট্রেশন করুন। "সন্ধানী চক্ষুদান সমিতি" আপনার সাথে এবং আপনার অভিভাবকের সাথে কথা বলে রেজিস্ট্রেশন ফাইনাল করে নিবে এবং "সন্ধানী চক্ষুদান সমিতি" এর ডাটাবেজে আপনার তথ্য সংরক্ষিত হবে।
"জীবনের শেষ দান,
মরণোত্তর চক্ষুদান।"
This App is maintained and managed by Subrata Deb-সুব্রত দেব(ssshuvo@gmail.com).
প্রতিষ্ঠাতাঃ www.EyeDonationBD.com এবং অন্যের চোখে বাঁচি (মরণোত্তর চক্ষুদান)
প্রতিষ্ঠাতাঃ www.DonateBloodBD.com এবং Donatebloodbd.com Call Center
প্রতিষ্ঠাতাঃ রক্তদানের অপেক্ষায় বাংলাদেশ